হাতীবান্ধায় গরু ফসল খাওয়া কেন্দ্র করে মারধর, আহত ৮

আগের সংবাদ

আশাশুনি আল মাদানী দাখিল মাদ্রাসার শতভাগ সাফল্য অর্জন

পরের সংবাদ

চৌগাছায় মুক্তিযোদ্ধাদের আনরস প্রতীকের প্রচার মিছিল।

প্রকাশিত: মে ১৩, ২০২৪ , ৮:০৮ অপরাহ্ণ আপডেট: মে ১৩, ২০২৪ , ৮:০৮ অপরাহ্ণ

 চৌগাছায় সোমবার সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা প্রজন্ম এর আয়োজনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা এস.এম.হাবিবের আনারস প্রতীকের প্রচার মিছিল বের হয়।মিছিলটি মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান হক সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।মিছিলটি আনারস প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো।

আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, নির্বচন সামনে রেখে দিন দিন প্রার্থীদের প্রচারণা বৃদ্ধি পাচ্ছে। চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা এস. এম.হাবিবুর রহমানের আনারস প্রতীক বিজয়ের লক্ষ্যে দেশের সূর্য সন্তানেরা বীরমুক্তিযোদ্ধারা একযোগে মাঠে নেমেছে।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা এস.এম.হাবিবুর রহমান, যশোর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপদেষ্টা মুক্তিযুদ্ধো আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,মহিলা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী, সদস্য বীরমুক্তিযোদ্ধা রফিকউল্লাহ,বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান,বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিন্টু,বীরমুক্তিযোদ্ধা শফিয়ার রহমান,বীরমুক্তিযোদ্ধা মসলেম আলী,বীরমুক্তিযোদ্ধা মোদাচ্ছের আলী।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চৌগাছা শাখার আহ্বায়ক মামুন শামীম,যুগ্ম আহ্বায়ক শিপন আলী, শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আলী আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়