উত্তরা ট্রা শৈবালের দিকনির্দেশনায় ফুটপাথ হকার মুক্ত

আগের সংবাদ

চেয়ারম্যান প্রার্থী বিপুলের প্রতীক দোয়াত কলম

পরের সংবাদ

খুলনার পাইকগাছায়

এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ আটক- ১০

প্রকাশিত: মে ১৩, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ আপডেট: মে ১৩, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও পরোয়ানাভুক্ত ৯ জন সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোবারক সরদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম সরদার (৪২) ১ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকলকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ পরোয়ানাভুক্ত আরো ৯ জনকে আটক পূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়