সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করলেন জেলা কৃষি কর্মকর্তা- কৃষিবিদ সাইফুল ইসলাম

আগের সংবাদ

পাইকগাছার ভাঙ্গন কবলিত ভেড়িবাঁধ পরিদর্শন করেছেন; ইউএনও মাহেরা নাজনীন

পরের সংবাদ

সাতক্ষীরা কালিগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: মে ৯, ২০২৪ , ৫:২৮ অপরাহ্ণ আপডেট: মে ৯, ২০২৪ , ৫:২৮ অপরাহ্ণ

সাতক্ষীরার কালীগঞ্জে বাড়ির পাশে খালে মাছ ধরতে যেয়ে কোন কিছু বোঝার আগে আকস্মিক বজ্রপাতে শিমুল হোসেন নামে ১ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শিমুল হোসেন কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের এশার আলী কাগুজির ছেলে এবং রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৯ মে) দুপুর সোয়া ১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে।

 

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্র শিমুল হোসেন বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। এর কিছুক্ষণ পর দক্ষিণ আকাশে কালো ঘন মেঘে ঝড় বৃষ্টি শুরু হয়।

বেলা আনুমানিক সোয়া ১টার দিকে একটি বিকট শব্দে আকস্মিক বজ্রপাত ঘটে। ছেলে শিমুল হোসেন বাড়িতে ফিরতে দেরি দেখে তার মা শিরীনা বেগম যেয়ে দেখে তার ছেলে খালের বাঁধে পড়ে আছে। তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তার মোস্তাফিজের নিকটে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়