সাতক্ষীরায় দুই উপজেলায় চলছে ভোট গ্রহন

আগের সংবাদ

সাতক্ষীরায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পরের সংবাদ

শ্যামনগরে জাল ভোটের অপরাধে যুবক আটক

প্রকাশিত: মে ৮, ২০২৪ , ৫:১৮ অপরাহ্ণ আপডেট: মে ৮, ২০২৪ , ৫:১৮ অপরাহ্ণ

 গোপনে জাল ভোট দেয়ার সময় জামাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার  দুপুরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার   দক্ষিণ বংশীপুর কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।আটক হওয়া যুবক একই এলাকার  আনছার ঢালীর ছেলে।

জানা যায়, দুপুর দেড়টার দিকে বংশীপুর কেন্দ্রে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলার ঘোড়া প্রাথীকে জাল  ভোট দিতে যান  ওই যুবক।ওই সময় প্রিজাটিং অফিসারের সন্দেহ হলে তাকে আটক করে রাখেন।পরে জিজ্ঞাসাবাদের জাল ভোট দেওয়ার বিষয়টি স্বীকার করে ওই যুবক।

বংশিপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রঞ্জন বৈদ্য জানান, জাল ভোট দেয়ার সময় একজনকে আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আসার পরে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন কবীর জানান, ঘটনাস্থলে ম্যাজিট্রেড পাঠানো হয়েছে।এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়