প্রকাশিত: মে ৭, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ আপডেট: মে ৭, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ
চৌগাছা (যশোর) – যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামানের পক্ষ থেকে দিনব্যাপি বিনামূল্যে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরামর্শের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। একই সাথে তাপদাহে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারিদের মধ্যে খাবার পানি, ভিটামিস সি সমৃদ্ধ শরবত ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেইন বাসস্টান্ডে ও বিকালে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও উপজেলা পরিষদের সামনে ভিন্নধর্মী এই কার্যক্রম পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পে ১’শ ২০ জন রোগীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা জানান, আমাদের এমপির এই উদ্যোগটি খুব ভালো। গরীব অসহায় মানুষরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। অনেকে জানেন না তার কোন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আছে কিনা। এই ক্যাম্পে পরীক্ষা করে বেশ উপকার হলো। আমরা জানতে পারলাম রোগ সন্মদ্ধে। এছাড়া বিভিন্ন পরামর্শও পেয়েছি। রোগীরা জানান, সাধারণ মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প চালু থাকলে ভালো হবে।মেডিকেল ক্যাম্পের দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট মোঃ সাইফুল ইসলাম ও সহকারী নার্স আমবিয়া খাতুন রিমা। এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে তাপদাহে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারিদের মধ্যে খাবার পানি, ভিটামিস সি সমৃদ্ধ শরবত, স্যালাইন ও ছাতা
বিতরণ করা হয়।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।