আসন্ন ২১ মে ২০২৪ যশোরের চৌগাছা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন যতই এগিয়ে আসছে, প্রার্থীরা ততই ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালাচ্ছে। উপজেলা পরিষদের নির্বাচনে শামীম রেজা বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার রাতে চৌগাছা পৌরসভার ০৫ নং ওয়ার্ড মাঠপাড়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ করেন।
এসময় ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা ২১ মে তার বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভোট চেয়ে জনগণের সেবা করার সুযোগ ও সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।এসময় উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, আজেহার আলী, মিন্টু, জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম, হায়দার আলী, আব্দুল মান্নান আমিনুর রহমান, শরিফুল ইসলাম, মোমিনুর রহমান, ইউনুস আলী, আল মামুন বাতাস,জোবায়ের,আব্দুল মামুন, আল মামুন ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।