জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলসংলগ্ন রাস্তার পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ মে) সকালে সেখান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ।
মৃত জিসান আহমেদ (২৪) বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের মেজ ছেলে। জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় থাকতেন এবং নিজ বাড়িতে গরুর খামার দেখাশোনা করতেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, আজ সকাল ভোরে কয়েকজন পথচারী শহীদ তাজউদ্দীন আহমেদ হলসংলগ্ন রাস্তার পাশে একটি গাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জানান। পরে নিরাপত্তা শাখা পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন জানান, পরিবারের কাছে এখনো লাশ হস্তান্তর করা হয়নি। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তারা লিখিত আবেদন জানাবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
জিসানের বড় ভাই মো. ওয়ালিউল্লাহ বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ঝড়ের আগে জিসান বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঝড় থামলে বাড়িতে ফিরে আসেন তিনি। তখন মা তাঁকে জিজ্ঞাসা করেন, এতক্ষণ সে কোথায় ছিলো? গরুকে পানি ও খাবার খাওয়ানো হয়নি, তাই বকাঝকা করেন। পরে জিসান রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আজ সকালে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।