পাইকগাছায় ঋণ খেলাপিতে ১ জনের মনোনয়নপত্র অবৈধ: বৈধ ১৯

আগের সংবাদ

ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু

পরের সংবাদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত

প্রকাশিত: মে ৬, ২০২৪ , ১০:১৭ পূর্বাহ্ণ আপডেট: মে ৬, ২০২৪ , ১০:১৭ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুদিনে ৫ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এরমধ্যে রোববার সকালে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার রাতে ২ জন আহত হন।

আহত সবাই কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ১১ বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানার পক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। এদিকে, স্থানীয় সূত্রগুলো জানায়- আহতরা সীমান্তের ওপারে চোরাচালানের মাল আনা নেওয়া, গরু পাচার করতে গিয়েই স্থলমাইন বিস্ফোরণের শিকার হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়