মৃত্যু সনদে নিজেই সিল মারতেন মিল্টন, আটক হতে পারেন স্ত্রীও

আগের সংবাদ

মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতার সুফল বাংলাদেশ পাবে বিশ্বকাপে

পরের সংবাদ

সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় মাটি মিশ্রিত ভেজাল গবাদিপশুর খাদ্য বিক্রির অভিযোগ

প্রকাশিত: মে ২, ২০২৪ , ৫:৩৫ অপরাহ্ণ আপডেট: মে ২, ২০২৪ , ৫:৩৫ অপরাহ্ণ

সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় মাটি মিশ্রণকৃত গবাদিপশু খাদ্য বস্তা জাত করে বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। জানা গেছে, দীর্ঘদিন যাবত গবাদিপশুর খাদ্য পালিশ-কুড়া, ভূট্রা গুড়াতে মাটি ও বালু মিশ্রণ দিয়ে পশুখাদ্যে ভেজাল দিয়ে আসছে অসাধু ব্যবসায়ী  মেসার্স রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিল এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। সে কালিগঞ্জ উপজেলার নলতা বেঁজরআটি গ্রামের আরশাদ আলীর ছেলে ।

স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, ইতিপূর্বে রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিলে গবাদিপশু খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে ব্যবসায়ী রফিকুল ইসলামকে তৎকালীন সময় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রীতিমতো জেল জরিমানা করেন। গবাদিপশু খাদ্যে ভেজাল মিশ্রনের দায়ে জেল, জরিমানা করা স্বত্তেও পশু খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকেনি অসাধু ব্যবসায়ী রফিকুল ইসলাম।

প্রতিনিয়ত রফিকুল এর ভেজাল মিশ্রিত বস্তা বন্দী খাদ্য সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করছে। আর স্থানীয়  এক আওয়ামিলীগ নেতার ছত্রছায়াই সে দীর্ঘদিন ধরে এই অপরাধ করে যাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। এসব ভেজাল খাদ্য পালিশ কুড়া, ভূট্রা গুড়া খেয়ে গৃহপালিত পশু যেমনঃ গরু, ছাগল, হাঁস মুরগী অসুস্থতার কবলে পড়ে মারা যাচ্ছে। সেকারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামার ব্যবসায়ী থেকে শুরু করে ছোট পরিসরে গরু, ছাগল, হাঁস মুরগী পালনকারী ভুক্তভোগীরা।

এদিকে রফিকুল ইসলাম এর ভেজাল খাদ্যের ক্ষতিকর নেতিবাচক প্রভাবে অসুস্থ হয়ে মরে যাওয়া গরু সাতক্ষীরার কসাই জনি, আখড়াখোলা বাজারের আফসার উদ্দিন নামমাত্র মূল্যে ক্রয় করে কেজি দরে চড়া মূল্যে বিক্রয় করেন। সরেজমিনে ০১লা মে বুধবার সকালে যেয়ে দেখা যায়, কালিগঞ্জ নলতা বেঁজুরআটি লেদমোড়ে অবস্থিত রফিকুল ট্রেডার্স এন্ড রাইচ মিলের সামনে শুকনো মাটি মজুতকরণ আছে। এ সময় মিলের ভিতর প্রবেশের পর পশুখাদ্য পালিশ কুড়ার মধ্যে মাটি মিশ্রণ চোখে পড়ে। বিষয়টি নিয়ে কয়েকজন ভুক্তভোগী বলেন, আমরা রফিকুলের মিল থেকে পালিশ কিনেছিলাম কিন্তু এগুলো পশুপাখিতে খেতে চায় না। পালিশের সাথে মাটি,বালি মেশানো থাকে। এ বিষয় কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দের মুঠোফোনে আলাপকালে বলেন, পশুখাদ্যে ভেজালকারীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ  নেওয়া হবে। এ বিষয় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী মুঠোফোনে বলেন, গবাদিপশু খাদ্যে ভেজাল মিশ্রন কারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়