‘টাইমস হায়ার এডুকেশন’ র‌্যাঙ্কিংয়ে দেশসেরা হওয়ায় জাবি উপাচার্যের অভিনন্দন

আগের সংবাদ

সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় মাটি মিশ্রিত ভেজাল গবাদিপশুর খাদ্য বিক্রির অভিযোগ

পরের সংবাদ

মৃত্যু সনদে নিজেই সিল মারতেন মিল্টন, আটক হতে পারেন স্ত্রীও

প্রকাশিত: মে ২, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ আপডেট: মে ২, ২০২৪ , ৮:১১ অপরাহ্ণ

এদিকে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধরের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এমন কি তিনি নিজেই মৃত্যু সনদে সিটি করপোরেশনের সিল মারতেন। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, রাতের আধাঁরে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো আমরা উদ্ধার করেছি। মরদেহ দাফন করার ক্ষেত্রে সিটি করপোরেশনের সনদ সে নিতো না। সে নিজেই লিখে, সাইন করত। সিলসহ কাগজ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।

হারুন অর রশীদ বলেন, “মিল্টন সমাদ্দারকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করেছি। ইতোমধ্যে তিনটি মামলা হবে। তার মধ্যে রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলো আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়