অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা  

আগের সংবাদ

খাবার নিয়ে নানামুখী ভোগান্তিতে নোবিপ্রবির শিক্ষার্থীরা

পরের সংবাদ

সাতক্ষীরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: মে ২, ২০২৪ , ১:১২ অপরাহ্ণ আপডেট: মে ২, ২০২৪ , ১:১২ অপরাহ্ণ
সাতক্ষীরার আশাশুনিতে ইদুর মারতে নিজের ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে নুহগাজী(৩৩) নামে  এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নুহ গাজী(৩৩)। বৃহস্পতিবার ভোররাত্রে লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক   উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের মো. মোজাম গাজীর ছেলে।

খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাম পদ সানা জানান, ধানের জমিতে ইঁদুরের উপদ্রব্য বেড়ে যাওয়ায় বুধবার সন্ধ্যায় নূহ তার নিজের জমিতে বিদ্যুৎ সংযোগ দেয়। গভীর রাতে জমিতে ইঁদুরের কি অবস্থা দেখতে যেয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন জমিতে যেয়ে লাশ উদ্ধার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকারী বিষয়টি নিশ্চিত করে বলেন  ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়