লে হাভ্রের সঙ্গে ড্র করায় লিগ শিরোপা নিশ্চিত করেও কাগজে-কলমের হিসেবের কারণে সেদিন উৎসব করতে পারেনি পিএসজি। তবে রবিবার অলিম্পিক লিওঁর মাঠে মোনাকোর ৩-২ গোলের হারে আর কোন হিসেব রইলো না। পিএসজি নিশ্চিত করেছে লিগ শিরোপা।
মোনাকোর হারে তিন রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেল পিএসজির। লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন পিএসজি। লিগে মোট ১২টি শিরোপা জিতল পিএসজি।
গত ডিসেম্বরে প্রথম লেগে লিওঁর কাছে ১-০ গোলে হেরেছিল মোনাকো। রবিবার উইসাম বেন ইয়েদেরের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় মোনাকো। ২২তম মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড লাকাজেত সমতা আনেন।
চার মিনিট পর এগিয়েও যায় লিওঁ, তাদের দ্বিতীয় গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড সাইদ বেনরাহমা। ৬০ মিনিটে ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদেরের দ্বিতীয় গোলে ঘুরে দাঁড়ায় মোনাকো। আর ৮৪ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড ফোফানা গোল করলে সেই লিড ধরে রেখে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লিওঁ।
৩১ রাউন্ড শেষে ২০ জয় ও ১০ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭০। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। বাকি থাকা তিন ম্যাচ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করতে পারবে মোনাকো। ৪৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিওঁ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।