বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

আগের সংবাদ

সাতক্ষীরায় আলিপুর ইউপিতে চলছে ভোট গ্রহন

পরের সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে তলব

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪ , ১০:১০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৭, ২০২৪ , ১০:১০ অপরাহ্ণ

প্রথম ধাপে আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরীকে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

কাজী শুভ রহমান চৌধুরী ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। এবারের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তার বিরুদ্ধে অভিযোগ গত বুধবার (২৪ এপ্রিল)সন্ধায় উপজেলার ২নং পালশা ইউনিয়ন কার্যালয়ের সামনে ফাঁকা জায়গায় নির্বাচনী কর্মী সভায় তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রার্থী বলে দাবি করেছেন।

এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য আইনজীবী রবিউল ইসলাম ভিডিও বক্তব্য সহ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। রবিউল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য।

জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী বলেন, শনিবার বিকেলে চিঠি হাতে পেয়েছি। নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী যথা সময়ে উপস্থিত হয়ে ব্যাক্ষা প্রদান করবো। অভিযোগের ঘটনাটি নিছক একটি ভুল। ভুলবশত আমি উক্তরূপ কথা বলেছিলাম।

এদিকে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩১ লঙ্ঘন করেছেন। তাকে ব্যাক্ষা প্রদানের জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়