এলো ফিরে বৈশাখ আজ বছর ঘুরে,
তাইতো আজ আমায় মনে পড়ে যায়
প্রিয়জনের সাথে ক্যান্টিনে বসে হরেক রকম ভর্তা আর সরিষা ইলিশ ভাজি খাওয়া –
তার হাত ভর্তি লাল নীল চুড়ি, পরনে তার টকটকে লাল শাড়ি,
কপালে লাল টিপ।
প্রত্যুষ প্রহরের মিষ্টি সূর্যের হাসি তার দুচোখ ভরা স্বপ্ন ছিলো।
শুধু আমাকে নিয়ে কত আয়োজন কত ঘোরাঘুরি।
স্মৃতিগুলো আমায় মনের খাতায় শুধু পড়ে রয়
আজ এলো ফিরে বৈশাখ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।