শিবগঞ্জে ঈদ উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ

আগের সংবাদ

শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা, ব্যাস্ত সময় পার করছে বিক্রেতারা

পরের সংবাদ

পাবনা পৌর এলাকার অসহায়দের মাঝে এমপি প্রিন্স’র নগদ অর্থ প্রদান

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা পৌর এলাকার সহস্রাধিক গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সোমবার বিকালে পৌর এলাকার আটুয়া কলাবাগান মাঠ পাড়া, আটুয়া, আটুয়া হাউজ পাড়া ও বিএডিসি এলাকার নিম্নআয়ের গরীব অসহায় ও রিকশা চালক সহ সহস্রাধিক লোকের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে এসব অর্থ প্রদান করেন।

সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের একান্ত ব্যক্তিগত সহকারি কামরুজ্জামান রকি জানান, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনা পৌর এলাকার আটুয়া, আটুয়া কলাবাগান মাঠ পাড়া ,আটুয়া হাউজ পাড়া ও বিএডিসি এলাকায় প্রায় ১১ শত ৫০ গরীব অসহায়দের মাঝে ৫ শত করে মোট পাঁচ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করেন গোলাম ফারুক প্রিন্স এমপি।

বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা খাতুন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলালুর রহমান, সাধারণ সম্পাদক রাঙা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ সহ অন্যান্য নেতা কর্মী।

এপ্রিল ০৮, ২০২৪, at ১৭:৪২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়