শেষ হলো ১৩৩বছরের ঐতিহ্যবাহী বারুণী স্নানোৎসব

আগের সংবাদ

ভারতে গেছেন মোস্তাফিজ

পরের সংবাদ

এবার কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি : ওবায়দুল কাদের

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ৮:৩৯ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ৮:৩৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সবসময় ইস্যু খোঁজে। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে এবার কুকি-চিন নিয়ে তারা ইস্যু খুঁজছে। রবিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্তরা। তারা মসজিদ থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে। পরে অপহরণ করে নিয়ে যায়। এসময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০পুলিশ ও ৪আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়। এসময় ২ পুলিশ সদস্য আহত হন। এঘটনার ১৬ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়।

গত বৃহস্পতিবার রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র‌্যাব। এর পরপরই থানচি থানা থেকে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয়রা। এর রেশ কাটতে না কাটতেই মধ্যরাতে আলীকদমের ২৬মাইল ডিম পাহাড় এলাকায় যৌথবাহিনীর চেক পোস্টে হামলা হয়। সবগুলো ঘটনার সঙ্গেই কেএনএফ জড়িত বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনায় পাহাড়ে আতঙ্ক বিরাজ করছে।

রবিবার ব্রিফিংয়ে পাহাড়ের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কুকি-চিন পুরো পাহাড়ে অশান্তি তৈরি করতে পারবে না। সরকার শক্ত অবস্থান নিয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। সার্বিকভাবে পাহাড়ে শান্তি বিঘ্নিত হবে না।

সংবাদ ব্রিফিংয়ে বিএনপিকে নিয়ে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাকে দেশনেত্রী বলে, তার মুক্তির জন্য কী আন্দোলন করেছে? ৫শ লোক নিয়ে আন্দোলন করতে পারেনি। চোখের পানি, কান্না, তাদের সম্বল। কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। তারা সীমান্ত নিয়ে অনেক কথা বলেছে। তাদের কথা (বিএনপি)- মিয়ানমার বাংলাদেশ দখল করে ফেলেছে।

এসময়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এপ্রিল ০৭, ২০২৪, at ২০:৩৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়