জরিমানার ১৭৫ মিলিয়ন ডলার পরিশোধ করলেন ট্রাম্প

আগের সংবাদ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

পরের সংবাদ

শিবগঞ্জে পৌরসভার আয়োজনে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার ৬২টি মসজিদের ১২৪জন ঈমাম ও মোয়াজ্জিন এবং মুসল্লিদের মাঝে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, পৌর কাউন্সিলর আবু সাঈদ, রুহুল আমিন সরকার, রবিউল ইসলাম, আব্দুল মোমিন, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন শিবলী, পৌর প্রকৌশলী রাশেদ হাসেম, পৌর কর্মকর্তা বদিউজ্জামান, আনোয়ার হোসেন, শ্রী শ্যামল, মাওঃ আলমগীর হোসেন, বেলাল হোসেন, ওসমান গণি প্রমুখ।

হাদিয়া বিতরণের পূর্বে নবাগত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক পৌর কার্যালয়ে এলে পৌরসভা কর্তৃপক্ষ থাকে ফুলেল শুভেচ্ছা জাননো হয়। এসময় তিনি পৌরসভা চত্বরে তার নির্বাচনী প্রতীক নারিকেল গাছ রোপন করেন।

এপ্রিল ০১, ২০২৪, at ১৬:৫০(GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়