নোবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আগের সংবাদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফে’র যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

পরের সংবাদ

হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪ , ৮:১৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৬, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম প্রমুখ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন -এমপি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের জন্য সকল সুযোগ সুবিধা দিচ্ছেন, আগামীতে আরও সুযোগ বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো। তবে নির্বাচন এলে অনেক মুক্তিযোদ্ধারাই রাজাকারের বংশধরের পক্ষ নেয় এটা ঠিক নয়। যারা জাতীয় নির্বাচনের সময় রাজাকারের পক্ষ নিয়েছিল তাদেরকে কোন অনুষ্ঠানে না ডাকাই ভালো।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কমান্ডার ফাউন্ডেশন হাতীবান্ধা কর্তৃক ২০২৩ সনে এসএসসি পাস শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত দশজনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মার্চ ২৬, ২০২৪, at ২০:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়