এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে

আগের সংবাদ

ঝিনাইদহে এনজিও'র হয়রানির বিরুদ্ধে মানববন্ধন

পরের সংবাদ

শিবগঞ্জে এল.জি.ইডি’র উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ আপডেট: মার্চ ২১, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী আব্দুর রশিদ বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান কর্তৃক উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ।

অভিযোগে উল্লেখ করেন, উপজেলা পরিষদের রাজস্ব এডিপি ১০%, ১৫% বিভিন্ন উন্নয়ন কাজের প্রাক্কলন প্রণয়নে ১% উৎকোচ গ্রহন করেন এবং বাস্তবায়নের পর ২% টাকা নিয়ে বিলে স্বাক্ষর করেন। এমনকি উপ-সহকারী ফাইল আটকে উৎকোচ গ্রহণ করেন বলে জানা যায়। ১২ বছর পূর্বে তিনি উপ-সহকারী পদে যোগদান করেন। যোগদানের পর থেকে দূর্নীতির করে বাড়ী, গাড়ীসহ বনে যান কোটিপতি। তিনি ৪২ লক্ষ টাকা মূল্যের গাড়ীতে করে কর্মস্থলে যাতায়াত করেন। শুধু তাই নয় এই কর্মকর্তা দূর্নীতির টাকা দিয়ে বগুড়া শহরে কলোনীতে ৫ কাটা জমি ক্রয় করে ২ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছে তিন তলা ভবন।

বগুড়া বসবাস করার সুবাদে ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে ছতি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার দূর্নীতির ফাঁদের পরিধি করেছে বৃদ্ধি। দিনের পর দিন দূর্নীতি করে চলেছে একর্মকর্তা। শুধু বগুড়ায় নয় তার জয়পুরহাটে রয়েছে বিলাস বহুল বাড়ী, স্ত্রী ও মেয়ের জন্য গড়েছে ৩০ ভরী স্বর্ণালংকার।

উপ-সহকারী চিকিৎসার নামে দেশের বাহিরে পরিবারসহ ভ্রমণ করে। মাঝে মধ্যেই সহপাঠীদের নিয়ে বিভিন্ন নামী দামী হোটেলে দেয় পাটি। ব্যয় করে কোটি কোটি টাকা। অথচ চাকুরিতে যোগদানের পূর্বে ছিলো না তার এতো কিছু। শুধু দূর্নীতির মাধ্যমে গড়েছেন অর্থের পাহাড়।

এব্যাপারে মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, উপ-সহকারী প্রকল্প পরিদর্শনে গিয়ে ডাব্লুবিএম কার্পেটিং প্রকল্পের কাজ ভুল ধরে উৎকোচ নেয়। শুধু তাই নয় কর্মঘন্টার পর সন্ধ্যা পর্যন্তও থাকে কর্মস্থলে কারণ টাকার ভাগের আশায়। এছাড়াও বিটুমিন কম, কম পুরুত্ব কার্পেটিং, ডাস্ট, কাঁটাপাথার ব্যবহার না দিয়ে ঠিকাদারের কাছ থেকে টাকার ভাগ বাটোয়ারী করে আসছেন। তাকে ঘুষ না দিলে কোন কাজই হয় না।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, আব্দুর রশিদকে উৎকোচ প্রদান না করলে আমাদের কাজের ভুল ধরে ও টাকা আদায় করে আসছে। এমনকি বিভিন্ন নেতার ছবি দেখিয়ে আমাদেরকে হুমকি প্রদান করে আসছে। আব্দুর রশিদ এর সাথে মুঠোফোনে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি কিছু না বলেই কৌশলে এড়িয়ে যান।

উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

মার্চ ২১, ২০২৪, at ১৫:৪৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়