বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আগের সংবাদ

খুলনার কয়রা দেখে গেলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস

পরের সংবাদ

তালায় চার বছরের শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ , ২:০২ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৪ , ২:০২ অপরাহ্ণ

পাকা কলার লোভ দেখিয়ে চার বছরের শিশুকন্যাকে ধর্ষন করেছে ভীম সানা (৬৮)নামে এক ষাটোর্ধ বৃদ্ধ। গত সোমবার সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বিশেষকাটি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ভীম সানা একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পিতা জানান, সকাল ৯ টার দিকে তিনি বাড়ি ইজ্ঞিন ভ্যান চালানোর উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। ওই সময় তার শিশুকন্যাটি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে বাড়ির পাশের প্রতিবেশি দাদু ভীম সানা (৬৫)পাকা কলার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে তার বাড়িতে যায়। এরপর সুযোগ বুঝে তাকে ধর্ষন করে। পরে রক্তাক্ত অবস্তায় মেয়ে বাড়িতে এসে ঘটনাটি তার স্ত্রীকে জানায়।

তাৎক্ষনিকভাবে মেয়েকে স্থানীয় পল্লী চিকিৎসক হরিশ মন্ডলের প্রাথমিক চিকিৎসা নিতে বলে। পরে সন্ধ্যায় তার অবস্তার অবনতি দেখে মেয়েকে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করি।

খলিষখালীর সাবেক ইউপি সদস্য পংকজ রায় বলেন, ধর্ষনের ঘটনাটি শুনেছি। তবে ভুক্তভোগী ও ধর্ষক পরস্পর আত্মীয় হওয়ায় বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মাহাফুজ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুকন্যাটি ধর্ষনের স্বীকার হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

মার্চ ১৯, ২০২৪, at ১৩:৫৭ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়