শরণখোলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আগের সংবাদ

তালায় চার বছরের শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

পরের সংবাদ

বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ , ১:২১ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৪ , ১:২১ অপরাহ্ণ

ছাত্রলীগ নেতা জাহিদ খান ঝলককে (২৬) বাড়ি থেকে ডেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, রাত ৯টার দিকে কয়েকজন যুবক জাহিদকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। বের হওয়ার পরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মার্চ ১৯, ২০২৪, at ১৩:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়