রাজধানীর দক্ষিণখান বাজার এলাকায় আফিল মিয়া (৬০) এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহত ব্যক্তি দক্ষিণখান কাঁচাবাজারের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার দুপুরে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার দিবাগত রাত আনুমানিক দুইট ডিউটি করার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার সময় দক্ষিণখান বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ি নামক স্থানে চেয়ারে বসা অবস্থায় আফিল মিয়ার শরীর থেকে রক্ত ঝরতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।