শিশু দিবস উপলক্ষে ইবি ল্যাবরেটরি স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন উদ্বোধন

আগের সংবাদ

ইবি জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি কাবিল ও সম্পাদক পংকজ

পরের সংবাদ

কলকাতার আকাশ সীমায় পাইলট অসুস্থ হওয়ায় ঢাকায় জরুরী অবতরণ

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৬, ২০২৪ , ৭:৪৫ অপরাহ্ণ

ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩২৫ যাচ্ছিল কাতারে। তবে কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত ৮ টার দিকে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশে রওনা হয়। কলকাতার আকাশে পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।

অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশে ঢাকা ছাড়ে।

মার্চ ১৬, ২০২৪, at ১৯:২৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়