Print

Rupantor Protidin

সল্পমূল্যে যশোরে নিরাপদ হেমোডায়ালাইসিস চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে স্বল্পমূল্যে মান সম্পূর্ণ নিরাপদ হেমোডায়ালাইসিস চিকিৎসা উপরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আফজালীয়া স্টেট সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালাইসিস সেন্টার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে এই সেমিনার অনুষ্ঠিত আয়োজন করে।

বৈজ্ঞানিক সেমিনারে মূল আলোচক ব্রিজ অফ লাইফের সিনিয়র প্রযুক্তিগত অপারেশনাল পরিচালক মিস্টার ক্রিস্টোফার-ই-অ্যাটওয়াটার অনুষ্ঠানের শুরুতে নিরাপদ হেমোডায়ালাইসিস চিকিৎসার গুরুত্ব নিয়ে প্রজেক্টর উপস্থাপনে কালে বলেন,‘ আমাদের শরীরে স্বাস্থ্যকর কিডনি রক্ত পরিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি এমন কিছু উপাদান তৈরি করে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। তবে কয়েকটি কারণ কিডনির মসৃণ ক্রিয়ায় বাধা দেয়। কিডনির সঠিক ক্রিয়াকলাপ পরিমাপ করার জন্য চিকিৎসকগণ গ্লোমেরুলার পরি¯্রাবণ হার ব্যবহার করেন। এটি রক্তে ক্রিয়েটিনিন পরীক্ষার ফলাফল, লিঙ্গ, বয়স এবং অন্যান্য কারণগুলি ব্যবহার করে গণনা করা হয়। সাধারনত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তনালীতে প্রদাহ বা কিডনি সিস্টের কারণে কিডনির ব্যর্থতা ঘটে।

এ ছাড়া গুরুতর অসুস্থতা, হার্ট অ্যাটাক বা অন্য কোনও গুরুতর সমস্যার কারণেও কিডনি হঠাৎ কাজ করা বন্ধ করে দিতে পারে। আবার কিছু কিছু ওষুধ কিডনিতে আঘাতের কারণও হয়ে থাকে। বমি বমি ভাব, ফোলাভাব কিংবা ক্লান্তির মতো লক্ষণগুলিও লক্ষ্য করা যায়। উপরোক্ত কারণগুলির কারণে আপনাকে একটি পদ্ধতি বহন করতে হতে পারে। হেমোডায়ালাইসিস হল কিডনির ব্যাধি সত্ত্বেও কিংবা কিডনি যখন অক্ষম হয় তখন রক্ত থেকে সল্ট, বর্জ্য এবং তরল ফিল্টার করে। এটি সাধারণত তখনই করা হয় যখন আপনার কিডনি তার ক্ষমতার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ কাজ করে। তাই কিডনি যাতে সঠিক ভাবে কাজ করে সে জন্য হেমোডায়ালাইসিস প্রয়োজন পড়ে।’

এসময় উপস্থিত ছিলেন আফজালীয়া স্টেট সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালাইসিস সেন্টারের পরিচালক যশোর মেডিকেল কলেজের অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জহুরুল ইসলাম, সাবেক অধ্যাপক ডাক্তার সৈয়দ জিজিএ কাদরী, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ওবায়দুল কাদের উজ্জল, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ দত্ত, ডাক্তার হাচান মাহমুদ কাজল, আফজালীয়া স্টেট সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালাইসিস সেন্টারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।