Print

Rupantor Protidin

মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থাকতে হবে : খসরু চৌধুরী

প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৬, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খসরু চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতার প্রথম স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মই হয়েছিলো বলেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। শেখ মুজিব মানেই স্বপ্নের সোনার বাংলাদেশ।

তিনি মঙ্গলবার বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর উত্তরার ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, বাঙালী জাতির হাজার বছরের অর্জন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রচিত হয়েছে আমাদের সংবিধান। মুক্তিযুদ্ধের আদর্শকে শাসনতন্ত্রে প্রতিফলনের জন্য মুক্তিযুদ্ধের অন্যতম অর্জন সংবিধানে অটল থাকা ছাড়া বিকল্প কিছু নেই। মুক্তিযুদ্ধের আদর্শ ছাড়া বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি অর্জনও সম্ভব নয়। তাই সর্বদা মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থাকতে হবে।

উত্তরার ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলতাফ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমান।