Print

Rupantor Protidin

তিন ঘণ্টায় শেষ হলো পশ্চিমাঞ্চলের ৫ এপ্রিলের টিকিট

প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২৪ , ৩:১১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৬, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আগামী ৫ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে প্রথম তিন ঘণ্টায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রির কার্যক্রম।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে। বেলা ১১টায় সব টিকিট বিক্রি শেষ হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন ছিল। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিটগুলো অনলাইনে ছাড়া হবে।