Print

Rupantor Protidin

পাইকগাছায় নারীসহ ১১জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার পাইকগাছার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪জন নারীসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার থানা পুলিশের অভিযানে সি.আর মামলায় ৪জন নারী, ৬জন পুরুষ ও নিয়মিত মামলায় একজনসহ মোট ১১জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা ওসি ওবায়দুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।