Print

Rupantor Protidin

চৌগাছায় মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৪ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছায় কৃষক/কৃষানীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা  কৃষি অফিসের সার্বিক তত্ববধানে সোমবার দুপুরে চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

গরীবপুর গ্রামের সফল কৃষক ইরাদ আলীর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুছাব্বির হোসাইন।উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেহেনা খাতুন, চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, কৃষক বখতিয়ার হোসেন, কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, শাহাদৎ হোসেন, নাছিমা খাতুন, আম্বিয়া খাতুন, রিয়া খাতুন প্রমুখ।

এসময় স্থানীয় কৃষক ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।