Print

Rupantor Protidin

যশোরের শার্শায় সক্রিয় মাদক কারবারী: ফেন্সিডিলসহ গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার ধান‍্যতাড়া গ্রাম থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের ধান‍্যতাড়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে আ. মান্নান (২৭) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে আমিরুল ইসলাম (৪২)।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে এসআই আমিরুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল শার্শা উপজেলার ধান‍্যতাড়া গ্রামের আরব আলী হাজীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ঐ দুই জনকে গ্রেফতার করে।

যশোর জেলা গোয়েন্দা (শাখা) ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।