Print

Rupantor Protidin

শিবগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বগুড়ার শিবগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গত শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা নূরে আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন শিবলী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের তাজা রক্তের শপথ বীর বাঙালিদের স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিলো। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে ছিলো এদেশের মুক্তির রূপরেখা।