Print

Rupantor Protidin

প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: মার্চ ২৪, ২০২৪ , ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৪, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

মাত্র চারদিন আগে প্রেমিকা অথৈ কে নিয়ে পালিয়ে বাড়িতে আসেন প্রেমিক জয়ন্ত বিশ্বাস (২২)। পরে মেয়ের পরিবারের লোকজন এসে তাকে জোর করে নিয়ে যায়।

গত শানিবার সকালে  প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে  রাতে গলার রশিদিয়ে আত্মহত্যা করে সে। রবিবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।ঘটনাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাশডাঙ্গা  গ্রামের। আত্মহননকারী জয়ন্ত বিশ্বাস একই এলাকার গোপাল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, জয়ন্ত পাশের একটি ধান চালের মিলে কাজ করত। কয়েকমাস আগে মুঠো ফোনে মাগুরা জেলার অথৈ নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। চারদিন আগে প্রেমিকাকে বিয়ে করার জন্য গোপনে বাড়িতে নিয়ে আসে সে। পরেরদিন খবর পেয়ে  মেয়ের পরিবারের লোকজন জয়ন্তের বাড়ি থেকে নিয়ে যায় প্রেমিকা অথৈকে। গত শনিবার সকালে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে ঘরের আড়ার সঙ্গে গলার রশি দিয়ে আত্মহত্যা করে জয়ন্ত।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলায় হয়েছে। সুরতাল শেষে  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।