Print

Rupantor Protidin

চীনে নিষেধাজ্ঞার কবলে আইফোন, অ্যাপলের শেয়ার পতন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:২৩ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ৫:২৩ পূর্বাহ্ণ

রুপান্তর প্রতিদিন ডেস্ক

সরকারি কর্মীদের আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এই খবরের পর টানা দ্বিতীয় দিনে অ্যাপলের শেয়ারের দাম কমেছে। ফার্মের স্টক মার্কেট ভ্যালুয়েশন গত দুই দিনে কমেছে ৬ শতাংশ বা প্রায় ২০০ বিলিয়ন ডলার। খবর বিবিসির।

মার্কিন জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীন। গত বছর অ্যাপলের মোট আয়ের ১৮ শতাংশ এসেছিল চীন থেকে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় চীনা প্রযুক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন।

উল্লেখ্য, ২০১৯ সালে নিরাপত্তার অজুহাতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে’কে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।