Print

Rupantor Protidin

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার জয়

প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২৪ , ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৩, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ইনজুরিতে থাকায় দলের বাইরে মেসি। যে কারণে এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তাকে ছাড়াই জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে হারিয়েছে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে আগুয়েরোদের সামনে দাঁড়াতেই পারেনি মধ্য আমেরিকান দেশ এল সালভাদর। স্কোর লাইন কিন্তু ম্যাচের সঠিক চিত্র তুলে ধরছে না।

বিশ্ব চ্যাম্পিয়নরা যেভাবে এক তরফা খেলেছে, তাতে গোলের ব্যবধান আরও বেশি হওয়া উচিৎ ছিল বলেই মনে করেন সবাই। বল দখল কিংবা আক্রমণ, কোনো ক্ষেত্রেই আলবিসেলেস্তেদের সামনে দাঁড়াতে পারেনি মধ্য আমেরিকান দেশটি।

বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা ছিল ৮০ ভাগ এগিয়ে। মাত্র ২০ ভাগ বল দখলে রাখতে সক্ষম হয় এল সালভাদরের ফুটবলাররা। প্রতিপক্ষের জালে আর্জেন্টিনার ফুটবলাররা শট নিয়েছিলো ২৪টি। লক্ষ্যে রাখতে পেরেছিলো ১৪টি। বিপরীতে মাত্র দু’টি শট নিয়েছিলো এল সালভাদর।