Print

Rupantor Protidin

জাতির পিতা সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন -এমপি ইয়াকুব আলী

প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২৪ , ৭:৩৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৩, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘জাতির পিতা সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই ধারাবাহিকতায় নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নারীরা আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। সরকারী প্রতিষ্ঠানগুলোতে নারীরা অগ্রাধিকার পাচ্ছে। নারীবান্ধব এসরকারকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।

শনিবার সকালে উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়ন সহায়তায় নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের উদ্যোগে নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন এমপি এস.এম ইয়াকুব আলী।

ইউরোপীয় ইউনিয়ন ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, যশোর উলাসী সৃজনী সংঘ (ইউএসএস) এর নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক মন্টু ও যশোর প্রেসকাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন।

উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনা এতে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, নারীর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলার ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।