Print

Rupantor Protidin

তুরাগে গ্রিল কাটা ডাকাত চক্রের প্রধান হোতা সহ গ্রেফতার ৪

প্রকাশিত হয়েছে: মার্চ ২৩, ২০২৪ , ৪:৪২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৩, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর তুরাগে গ্রিল কাটা ডাকাত চক্রের প্রধান হোতা সহ ৪ জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ইকবাল হোসেন, আনিসুর রহমান আশিক, সজিব মিয়া ও বিশ্বজিৎ তালুকদার পার্থ। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি, একটি ব্যাগ ও লুন্ঠিত ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

গত ২ ফেব্রুয়ারি তুরাগের নয়ানিচালা গ্রামের একটি বাড়িতে ও ৩ মার্চ তুরাগের ধউর এলাকার একটি বাসায় গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। উভয় ঘটনায় তুরাগ থানায় পৃথক দুইটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার। উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, মামলা দুটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে তুরাগ থানা পুলিশ।

এরপর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইদ মিয়ার নেতৃত্বে তদন্ত টিম গত ৩ মার্চ ধউর এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমান আশিককে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১০ মার্চ ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে সজিব মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মোতাবেক টঙ্গী চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার ক্রয়কারী দোকানদার বিশ্বজিৎ তালুকদার পার্থকে গ্রেফতার করা হয়। এ সময় তার দোকান থেকে ১৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যা ডাকাতি করে এনে তার দোকানে বিক্রি করা হয়েছিল। গ্রেফতারকৃত তিন অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে আনিসুর রহমান আশিক ও সজিব মিয়া আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার সিলেট মহানগরের জালালাবাদ থানার বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে উক্ত দুইটি ডাকাতির ঘটনার প্রধান অভিযুক্ত মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় তুরাগের ধউর এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃতরা গ্রিল কেটে বাসা-বাড়িতে ডাকাতি করার পাশাপাশি রাস্তা-ঘাটেও অস্ত্র দেখিয়ে ডাকাতি করতো। গ্রেফতারকৃত ইকবাল হোসেনেরর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে তুরাগ ও আশুলিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।