Print

Rupantor Protidin

সাতক্ষীরায় স্বপ্ন স্বার্থক মানবিক ফাউন্ডেশন এর কেন্দ্রীয় অফিস উদ্ভোধন।

প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২২, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরায় প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান স্বপ্ন স্বার্থক মানবিক ফাউন্ডেশন এর অফিস উদ্ভোধন হয়েছে। ২২ শে মার্চ ১১ ই রমাজান সকাল ১০ টায় শহরের মেহেদীবাগে এই অফিস উদ্বোধন করা হয়। স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় অফিস উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব নজরুল ইসলাম।

  অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, স্বপ্ন সার্থক নামটি খুব সুন্দর। নামটির বিশ্লেষণ করলে বোঝা যায় যে মানুষের স্বপ্ন নিয়েই কাজ করছে এই সংগঠন। মানুষের স্বপ্নকে সার্থক করে জীবনমুখী ও কল্যানমুখী সকল কাজে সফলতার সাথে এগিয়ে যাবে এই সংগঠন।

এসময় হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ,প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান করা ও অসহায় এবং দুস্ত
মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন এর উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিবৃন্দ । উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ৫০ জন অসহায় দুস্থদের মাঝে ইফতারি সমগ্রী বিতরণ করা হলেও পরবর্তীতে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করা হবে বলে জানান সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।