Print

Rupantor Protidin

পাটকেলঘাটায় ৩৫ পিচ ইয়াবা সহ যুবক আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৪ , ১:১৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২২, ২০২৪, ১:১৮ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

সাতক্ষীরার পাটকেলঘাটায় ৩৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ শেখ আব্দুল জলিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নগরঘাটা এলাকার আলামিন পার্টস অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে থেকে আটক করা হয়। আটক হওয়া জলিল মিঠাবাড়ি এলাকার একব্বর শেখের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে গত বৃহস্পতিবারে থানা পুলিশের একটি টিম ত্রিশ মাইল এলাকায় অভিযান চালায়। ওই সময় ইয়াবা সহ জলিলকে আটক করা হয়।পরবর্তীতে তার কাছ থেকে ৩৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরো জানান,এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।