Print

Rupantor Protidin

যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২৪ , ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২১, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

বৃহস্পতিবার সকালে ও দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে কাচা বাজার ও মুদি বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরদার বিপনীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা, তারক নাথ ভান্ডার কে মেয়াদ উত্তীন পণ্য বিক্রয় করার অপরাধে এক হাজার টাকা, পূজাভান্ডারকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় এক হাজার, সঞ্জিত ট্রেডার্সকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় এক হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

মুল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার ও পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না মেয়াদ উত্তীন পণ্য বিক্রয় করা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়।