Print

Rupantor Protidin

জাতীয় পতাকা তৈরি ও উত্তোলনে জনসচেতনতা বাড়াতে হাতীবান্ধায় লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২১, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ

Sheikh Kiron

লালমনিরহাটের হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে জাতীয় পতাকা তৈরি ও উত্তোলনের সঠিক নিয়ম সম্পর্কে জানাতে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি রোকনুজ্জামান সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, বাংলাদেশ স্কাউটের উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি রোকনুজ্জামান সোহেল বলেন, জাতীয় দিবস গুলোতে বিভিন্ন জন নিয়ম না জেনেই পতাকা উত্তোলন করেন। এ বিষয়টিকে সচেতন করতে আজকের এই লিফলেট বিতরণ।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন দিবসে জাতীয় পতাকা যেন যথা যোগ্য মর্যাদায় ও সঠিক পরিমাপে উত্তোলন করতে পারি তার জন্যই আজকের এই লিফলেট বিতরণ। জাতীয় পতাকা সঠিক নিয়ম ও মাপ না জেনে উত্তোলন করা আইনত দন্ডনীয় অপরাধ তাই সকলেই সঠিক নিয়ম জেনেই পতাকা উত্তোলন করবো।