কর্মী নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ঝিনাইদহের সিও এনজিও’র বিরুদ্ধে এক মানব বন্ধন কর্মসূচী করেছে উক্ত এনজিও’র ভুক্তভোগী কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একার্যক্রম করেন তারা।
তাদের দাবী সিও এনজিও বিভিন্ন নামে বেনামে এসকল কর্মীদের ফাঁকা চেক জালিয়াতির মামলা ও হয়রানিমূলক নানা নির্যাতন করছেন র্দীঘদিন ধরে। ভুক্তভোগীরা বলেন চাকরীতে যোগদানের সময় নিজের সহ জামিনদারের ফাঁকা চেক রাখা হয় তাদের নিকট থেকে এরপর চাকুরীর একটা পর্যায়ে বিভিন্ন বিষয় দেখিয়ে মিথ্যা চেকের মামলা দিয়ে তাদের কাছথেকে বিভিন্ন অংকের টাকা নেয় এপ্রতিষ্ঠানটি ভুক্তভোগীরা আরো বলেন মাইক্রোক্রেডিট এর টাকার চেয়ে এভাবে চেক জালিয়াতির টাকা হাতানোই এপ্রতিষ্ঠানে মূলকাজ। এরকম প্রায় এক হাজার ভুক্তভোগী আছেন দেশের বিভিন্ন প্রান্তে যারা এমামলা বয়ে বেড়াচ্ছে।
উপস্থিত সকলের প্রায় কোটি টাকার উপরে মিথ্যা মামলা রয়েছে বলে জানান, তারা অনতিবিলম্বে এসকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান। এবিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্বারক লিপি প্রদান করেন তারা।