Print

Rupantor Protidin

শরণখোলায় গৃহবধূকে অজ্ঞান করে স্বর্ণালংকার ছিনতাই

প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২৪ , ১০:২৪ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ২১, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটে খান জাহান মাজারের সেবক পরিচয়ে এক নারীকে অচেতন করে স্বর্ণালংকার নিয়ে গেছে অজ্ঞাত দুই প্রতারক। গত বুধবার দুপুরের দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের গৃহবধূ হাসিনা বেগমকে কৌশলে অজ্ঞান করে ৫২ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল নিয়ে যায় তারা।

ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) সাউথখালী গ্রামের শাহ-আলম ফকিরের স্ত্রী। হাসিনা বেগম বলেন, “দুজন ব্যক্তি মাজারের সেবক পরিচয় দিয়ে, আমার কাছে পানি খেতে চায়। পানি দেওয়ার পরে, সেই পানিতে ফু দিয়ে আমার মুখে ছিটিয়ে দেয়, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তখন আমার বাড়িতে কেউ ছিল না। জ্ঞান ফেরার পরে দেখি কানে আমার স্বর্ণের দুল দুইটি নেই।”

হাসিনার স্বামী শাহ আলম ফকির জানান, “বাগেরহাটের খানজাহান আলী মাজারের পরিচয়ে দুই জনৈক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রীর কাছে পানি চায় এবং মাজারে যাওয়ার জন্য দাওয়াত দেয়। তারপর কৌশলে অচেতন করে স্বর্ণের কানের দুল নিয়ে গেছে যার বাজার মূল্য ৫২ হাজার টাকা।”

এই গ্রামের ইউপি সদস্য আলামিন খাঁন বলেন, হাসিনা বেগম গরিব মানুষ। তার কানের দুল ছিনতাই করে নিয়ে গেছে প্রতারকরা। ভুক্তভোগীরা গ্রামের সহজ সরল মানুষ তাই এখনো থানায় অভিযোগ জানায়নি। তাদেরকে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।