Print

Rupantor Protidin

নড়াইলে বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় জরিমানা

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৪ , ৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলে বেশি দামে ফল ও মাংস বিক্রি করায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার দুপুরে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার ফল মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের  বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু দাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, ফল ক্রয়কৃত মেমোর সাথে বিক্রয় মূল্যের বেশি পার্থক্য থাকায়, বেশি দামে ফল বিক্রি করার অপরাধে কৃষি বিপনন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভাই ভাই ফল ঘর এর মালিক মমিনুর রহমানকে ১০ হাজার টাকা এবং অপর ফল ব্যবসায়ী আনিচুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রূপগঞ্জ বাজারের তরমুজ ব্যবসায়ী হানিফ শেখকে ৩ হাজার টাকা, মাংস বিক্রেতা শাহীন শেখকে ৫হাজার টাকা এবং অন্যান্য ফল বিক্রেতাদের ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।