Print

Rupantor Protidin

পাবিপ্রবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৪ , ৩:৩৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা পরিষদের পরিচালক, সকল শিক্ষকবৃন্দ, পরিবহন প্রশাসক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনটির সভাপতি মো. সোহাগ চৌধুরী, সাধারণ সম্পাদক কিরণ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভাপতি মো. সোহাগ চৌধুরী বলেন, রমজানের এই সিয়াম সাধনার মধ্যদিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ দূর করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সেই সাথে রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের পাশে থেকে সকল প্রকার সাহায্য করতে বদ্ধপরিকর বলে আমি মনে করি।

সাধারণ সম্পাদক কিরণ হোসেন বলেন, আঞ্চলিক এই সম্প্রীতির বন্ধন অটুট থাকুক সবসময়। শুধুমাত্র ইফতার মাহফিল নয় নবীন বরন, বছরব্যাপী নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে এগিয়ে থাকতে হবে।