বাগেরহাটের শরণখোলায় পরিবেশ দূষন করে ইট পোড়ানোর অভিযোগে তিন ইটভাটা মালিককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম (নির্বাহী মেজিষ্ট্রেট) গত সোমবার বিকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইট ভাটাগুলো ভেঙ্গেদেন এবং তিনজনকে ১৮০ হাজার টাকা অর্থদন্ড করেন।
জানা যায়, অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে উপজেলার নলবুনিয়া গ্রামের সৈকত আকনকে এক লক্ষ টাকা, উপজেলার কালীবাড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা এবং ধানসাগরের আবুল কালাম খানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।