Print

Rupantor Protidin

জি-২০ সম্মেলনে ভিডিও ভাষণের পরিকল্পনা নেই পুতিনের

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:২২ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ৫:২২ পূর্বাহ্ণ

রুপান্তর প্রতিদিন ডেস্ক

ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনে ভিডিও ভাষণ দেওয়ারও কোনো পরিকল্পনা নেই তার। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শীর্ষ সম্মেলনে যাবতীয় কাজ তার নেতৃত্বেই হবে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র।

গত মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দিয়েছিলেন পুতিন।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন না।