Print

Rupantor Protidin

অর্থ সংকটে চিকিৎসা থেকে বঞ্চিত একসঙ্গে জন্ম নেওয়া  ৩ শিশু

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ৯:১২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৩, ৯:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা উপজেলার গদাইপুরে জন্ম নেওয়া তিন শিশু কন্যা সন্তান নিয়ে বিপাকে পড়েছে অসহায় পিতা মাতা। তিন কন্যা সন্তানের পিতা রবিউল ইসলাম জানান, পাইকগাছা উপজেলা হাসপাতালে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া তিন শিশু কন্যা নিউমনিয়ায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এখন আর চিকিৎসা সেবা প্রদান করতে পারছেন না অসহায় চা বিক্রেতা পিতা রবিউল ইসলাম। অর্থ সংকটে চিকিৎসা দিতে না পারায় হাওমাও করে কেঁদে কেঁদে সবার কাছে সাহায্য প্রার্থনা করেছেন পিতা।

খুলনার পাইকগাছা গদাইপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী বিউটি আক্তার নরমাল ডেলিভারিতে গত ২৮ জুলাই জন্ম দেয় তিনটি কন্যা সন্তান। ভালোবেসে নাম রাখা হয় রোজা মনি, ফতেমা খাতুন ও আয়শা খাতুন। শিশু তিনটি জন্মের সাথে সাথেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। হতদরিদ্র রবিউল ইসলাম একজন হতদরিদ্র চা বিক্রেতা। তিনটি কন্যা সন্তানের চিকিৎসা দিতে গিয়ে দোকান বন্ধ হয়ে যায়। চোখে মুখে হতাশার ছাপ। জায়গা জমি বা কোন সম্পদ বলতে কিছুই নেই।

রবিউল ইসলাম জানান, তার সন্তানদের বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যার জন্য অনেক টাকার প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিন কন্যা সন্তানের চিকিৎসার জন্য।

বিকাশ ব্যক্তিগত নম্বর- ০১৮২৩২৮৭৭৬৭ ।