যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে কৃষকের মাঝে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২১০০ কৃষকের মাঝে এ পাট বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে ওই পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম রঞ্জু।
এব্যাপারে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম রঞ্জু বলেন, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এ উপজেলায় আঁশ পাট উৎপাদনকারী ২১০০ চাষীকে এক কেজি করে পাট বীজ ও ১২ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে। বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকেরা খুশি প্রকাশ করেন।