Print

Rupantor Protidin

শরণখোলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২৪ , ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৯, ২০২৪, ১:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের শরণখোলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১শত হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদের হল রুমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ছোলা বুড ২ কেজি, খেজুর ১ কেজি, মুড়ি ২ কেজি, মসুর ডাল ২কেজি, পিয়াজ ২কেজি, ও সোয়াবিন তেল ১লিটার। এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের শরণখোলার স্থানীয় প্রতিনিধি শায়খ সাইফুল্লাহ, মাওলানা আবুল বাশার ইউনুচ, শিক্ষক জাহাঙ্গীর খাঁন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার সামগ্রী বিতরণ করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন অত্র এলাকার গুণিজন ও সাধারণ মানুষ।