Print

Rupantor Protidin

দক্ষিণখানে নাইট গার্ডকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৪ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৮, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর দক্ষিণখান বাজার এলাকায় আফিল মিয়া (৬০) এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা যায়। নিহত ব্যক্তি দক্ষিণখান কাঁচাবাজারের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার দিবাগত রাত আনুমানিক দুইট ডিউটি করার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার সময় দক্ষিণখান বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ি নামক স্থানে চেয়ারে বসা অবস্থায় আফিল মিয়ার শরীর থেকে রক্ত ঝরতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।