Print

Rupantor Protidin

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের ব্যতিক্রমী আয়োজন 

প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৪ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৭, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০৪ টি গাছের চারা রোপণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। রোববার বেলা সাড়ে ১১টায় হল সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন তারা।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল জায়িমসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ৩০টি প্রজাতির বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বী বলেন,  বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আমরা এই কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি থাকবে যে গাছগুলো লাগানো হয়েছে প্রশাসন যেন সেগুলোর সঠিক পরিচর্যা করে।